বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করার পর বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব বেড়ে গেছে। ছাত্র শিবির এবং ছাত্রদলও সম্প্রতি বিভিন্ন ক্যাম্পাসে সংঘাতে জড়িয়েছে। এই দ্বন্দ্ব সম্পর্কে গণঅধিকার পরিষদের একাংশের সাবেক আহ্বায়ক রেজা কিবরিয়া গণমাধ্যমে তার মতামত প্রকাশ করেছেন।
রেজা কিবরিয়া বলেন, বিএনপি ও জামায়াত দুটি বৃহত্তম রাজনৈতিক দল এবং তাদের মধ্যে মতপার্থক্য থাকাটা স্বাভাবিক। তবে নির্বাচনের সময় কী হবে, সেটা পূর্বাভাস দেয়া কঠিন। তিনি জানান, নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ হলে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতে পারে।
জামায়াতের বিষয়ে কিবরিয়া বলেন, জামায়াত একটি শক্তিশালী এবং গণতান্ত্রিক দল। তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালের জামায়াত এবং বর্তমান জামায়াত এক নয়, এবং তিনি জানেন অনেক উচ্চশিক্ষিত জামায়াত নেতাকে যারা নারীদের শিক্ষার পক্ষে। তার মতে, জামায়াত নেতাদের সততা সাধারণ মানুষের মধ্যে বিশ্বাস তৈরি করেছে, যা নির্বাচনের সময় প্রমাণিত হবে।
তবে, কিবরিয়া জানালেন, জামায়াতের মূল সমস্যা হলো সারাদেশে তাদের ভোট মাত্র সাড়ে ৮ শতাংশ, যা দ্বিগুণ হয়ে ১৬ শতাংশ হলেও তা নির্বাচনে জয় লাভের জন্য যথেষ্ট নয়।
শেয়ার করুন