রমজানকে স্বাগত জানিয়ে দোয়ারায় জামায়াতের মিছিল.a

সুনামগঞ্জ

দোয়ারাবাজার প্রতিনিধি : পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে স্বাগত মিছিল করেছে জামায়াতে ইসলামী দোয়ারাবাজার উপজেলা শাখা। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা সদরে এই স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির রোধ এবং রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে অনুষ্ঠিত স্বাগত মিছিল পরবর্তী পথসভায় শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি আব্দুল হান্নানের পরিচালনায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী দোয়ারাবাজার উপজেলা আমির ডা হারুনুর রশীদ, উপজেলা নায়েবে আমির মাস্টার কামাল উদ্দিন, উপজেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, সহ সেক্রেটারী মাওলানা সিদ্দিকুর রহমান ও উপজেলা কর্ম পরিষদের সদস্য দেলোয়ার হোসেন প্রমুখ।io.

পথসভায় বক্তারা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আপনারা মাহে রমজানের সম্মানে অন্তত এই মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর দাম কমিয়ে ফেলেন, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন। মুসলিম ভাইয়েরা সেহরি খেয়ে অন্তত রোজাটা যেনো রাখতে পারে, সারাদিন রোজা শেষে ইফতারটা যেনো অন্তত করতে পারে। রোজাদারদের কষ্ট হয় এমন কিছু দয়া করে করবেন না। এছাড়া মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা, অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া, হাউজি ইত্যাদি অসামাজিক ও অনৈতিক কর্মকা- বন্ধের দাবি জানানো হয় মিছিল পরবর্তী পথসভায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *