হকার দৌরাত্ম্যে বাড়ছে যানজট শীঘ্রই অ্যাকশন শুরু

সিলেট

স্টাফ রিপোর্টার : নগরীর ফুপাতে হকারদের দৌরাত্ম থামছেনা। ফলে নগরজুড়ে বাড়ছে যানজট। রমজানের আগে যানজটের তীব্রতায় জনমনে বাড়ছে ক্ষোভ। পুলিশ ও সিটি কর্পোরেশনের নিরবতায় হকাররা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর পাশাপাশি মূল রাস্তা দখলের প্রতিযোগিতা চলছে। দিনের বেলা কিছুটা কম হলেও সন্ধ্যার পরপর বদলে যায় দৃশ্যপট। পুরো নগরী হকার মার্কেটে পরিণত হয়।

তবে রমজানকে সামনে রেখে যানজট নিরসনে নড়েচড়ে বসছে মেট্রোপলিটন পুলিশ ও সিলেট সিটি কর্পোরেশন। হকার উচ্ছেদ ও ফুটপাত দখল মুক্ত করতে শীঘ্রই অ্যাকশনে নামছে পুলিশ। এ নিয়ে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে এসএমপি কার্যালয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ, সেনাবাহিনী, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেনীপেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন রমজান মাস উপলক্ষে নগরকে যানজটমুক্ত রাখতে নানা পদক্ষেপ নেয়া হয়। চুরি-ছিনতাই রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। রমজানের আগে হকারদের ফুটপাত ও রাস্তা ছেড়ে দিতে এবং ব্যবসায়ীদের দোকানের সামনে বর্ধিত করে মালামাল রাখা বন্ধে সতর্ক করে মাইকিং করা হবে। এরপর ১ রমজান থেকে এসএমপি ও সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে কঠিন ব্যবস্থা নেয়া হবে। প্রতিদিন চলবে অভিযান। এসময় রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহম্মদ সাইফুল ইসলাম বলেন, নগরীতে যানজট বাড়ছে। পাশাপাশি চুরি-ছিনতাইয়ের ঘটনাও বাড়ছে। রমজান মাসে যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা নিতেই এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী, বিভিন্ন সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *