তিনি বৃহস্পতিবার শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের উদ্যোগে মাহে রমজানকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মিছিলটি নগরীর বন্দরবাজার থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে ফের বন্দরবাজারে গিয়ে সমাপ্ত হয়। ফেডারেশনের মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-সহ সভাপতি মিয়া মোহাম্মদ রাসেল, সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মারুফ, সাংগঠনিক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান শামীম, অর্থ সম্পাদক আব্দুল জলিল, ট্রেড ইউনিয়ন সম্পাদক সোহেল আহমদ, পাঠাগার প্রকাশনা সম্পাদক আকবর আলী, সহ পাঠাগার প্রকাশন সম্পাদক সাইদুল ইসলাম, হাসপাতাল পশ্চিম থানার সভাপতি আব্দুস সাত্তার, কোতোয়ালি পশ্চিম থানার সভাপতি জাবেদুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হামিদ ও জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমূখ।