হাইব্রিড মডেলে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত নিজেদের সব ম্যাচ খেলছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। যেখানে অন্যদলগুলো দুবাই-পাকিস্তান মিলিয়ে খেলতে হচ্ছে। এমনকি ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে স্বাগতিক পাকিস্তানকেও দুবাই যেতে হয়েছিল। এক্ষেত্রে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলে মন্তব্য করেছে ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই। এবার এমন মন্তব্যে ঘি ঢেলে দিলেন ইনজামাম উল হক। ক্রিকেট বিশ্বকে আইপিএল বর্জন করতে বলছেন তিনি।
কয়েকদিন আগে এ নিয়ে সরাসরি মন্তব্য করেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। একই ভেন্যুতে খেলার কারণে ভারতের সুবিধা বেড়েছে বলে উল্লেখ করেন তিনি। এরপর এ নিয়ে মন্তব্য করেন পাকিস্তানের প্রধান কোচ আকিভ জাভেদও।
ভারতের কারণে সেমি ফাইনালের আগে বিড়ম্বনায় অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকা
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের সূত্র ধরে ধারাভাষ্য কক্ষে এমন মন্তব্য করতে দেখা গেছে নাসের হুসেইন, মাইকেল আথারটনকেও। প্রায় একই সুরে মন্তব্য করেন সাউথ আফ্রিকার ব্যাটার র্যাসি ভ্যান ডার ডাসেনও।
অন্য সব দলকেই যেখানে ভেন্যু থেকে ভেন্যু, এমনকি শহর থেকে শহরে ছুটোছুটি করতে হচ্ছে, ভারত সেখানে একই শহরে একই হোটেলে থেকে একই মাঠে খেলার সুযোগ পাচ্ছে। এসব কারণে, পুরো ক্রিকেট বিশ্বকে আইপিএল বর্জন করতে বলছেন ইনজামাম।
তিনি বলেন, ‘পুরোটা টাকার ব্যাপার। চ্যাম্পিয়ন্স ট্রফিটা একদিকে রাখুন। বাকি দেশগুলোকে (আইপিএল নিয়ে) ভাবতে হবে। আপনি আইপিএল দেখুন। আইপিএলে দুনিয়ার সমস্ত সেরা খেলোয়াড়রা এসে খেলে। ভারতীয় খেলোয়াড়রা (বিশ্বের) অন্য কোনও লিগে গিয়ে খেলছে না।’
‘সব বোর্ডের নিজেদের খেলোয়াড়দের আইপিএলে না পাঠানো উচিত। আপনি যদি অন্য কারও জন্য নিজেদের খেলোয়াড়দের রিলিজ নাই করেন, তো অন্য বোর্ডগুলোকেও তো একটা কঠোর অবস্থান নিতে হবে।’