আবার এক হলেন মামুন-লায়লা!

বিনোদন

২০২৪ সালে ভেঙে যায় আলোচিত ‘টিকটক’ জুটি প্রিন্স মামুন ও লায়লার সম্পর্ক। এ সময়ে লায়লার মামলায় জেল খেটেছেন মামুন।

এরপর দুই পক্ষকে ফেসবুকে এসে একে অপরের বিরুদ্ধে হিংসাত্বক কথা বলতে শোনা যায়।

বিচ্ছেদের এক বছর পর আবার একসঙ্গে দেখা গেল আলোচিত এ জুটিকে।

গতকাল রবিবার লাইভে এসে তারা বলেন,  ‘আমাদের মধ্যে সব মিটমাট হয়ে গেছে, আমরা সব ঠিক করে ফেলেছি।’

সেহেরিতে লাইভে এসে প্রিন্স মামুন আর লায়লা জানান, তাদের ঝগড়া এতটাই বাজে পর্যায়ে চলে গিয়েছিল যে আইনি সহায়তা নিতে হয়েছিল। কিন্তু তারা এখন সব মামালা মোকদ্দমার ঝামেলা শেষ করে আবার দুজন একসাথে থাকতে চান।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *