বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান (ফিফা)।
শুক্রবার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এরপর একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে বাফুফে।
এতে বলা হয়, ২০১৮ সাল থেকে ফিফার আর্থিক নিষেধাজ্ঞায় ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফের সভাপতি তাবিথ আউয়াল ও বর্তমান কমিটির নেতৃত্বে বাফুফের ক্রয় বিক্রয় ও আর্থিক লেনদেনের স্বচ্ছতার ভিত্তিতে ফিফা সম্পূর্ণরূপে সেই আর্থিক নিষেধাজ্ঞা আজ থেকে তুলে নিয়েছে।
শেয়ার করুন