দেশে ইসলামী শাসন জরুরি: জামায়াত আমির

জাতীয়

ইসলামের বিধান অনুযায়ী দেশ চলছে না বলেই খুন-ছিনতাইসহ নানা ধরনের অপরাধ বেড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এমন পরিস্থিতিতে দেশে ইসলামী শাসন জরুরি।

মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর কাফরুলে দলটির এক ইফতার মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশ অনেক ধরনের শাসন দেখেছে। এখন প্রয়োজন আল্লাহর শাসন প্রতিষ্ঠা করা। বিগত সময়ে বিভিন্ন মতাদর্শের শাসনে দেশে শান্তি ফেরেনি। এখন সমাজ থেকে বৈষম্য দূর করতে হবে। এ সময় ইসলামের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে দুইটি জিনিস বিদায় করতে আমরা যুদ্ধ করছি। তা হচ্ছে দুর্নীতি ও দুঃশাসন। মানবিক ও কুরআন ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামী সকলকে পাশে চায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *