সাংবাদিক ও কলামিস্ট আশরাফ কায়সার বলেছেন, সাদা চোখে দেখা যাচ্ছে আওয়ামী লীগের ভোট জামায়াতে ঢুকে গেছে। একটি সরকারি টেলিভিশন চ্যানেলের এক টকশো অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
ওই অনুষ্ঠানে একটি জরিপের ফলাফল উপস্থাপন করেন উপস্থাপক। তিনি জানান, ‘‘ইনোভেশন বাংলাদেশ’ নামে একটি গবেষণা সংস্থার উদ্যোগে ১০ হাজারেরও বেশি ভোটারের উপর পরিচালিত হয় জরিপটি। সেখানে দেখা যায়, ৪১.৭ শতাংশ ভোট নিয়ে বিএনপি সবচেয়ে এগিয়ে আছে, জামায়াতে ইসলামী ৩১.৬ শতাংশ, আওয়ামী লীগ ১৪ শতাংশ এবং নতুন রাজনৈতিক দল এনসিপি ৫.১ শতাংশ ভোট পেয়েছে। এছাড়া অন্যান্য রাজনৈতিক দল সব মিলে পেয়েছে ৭.৬ শতাংশ।’
এরপর টকশো উপস্থাপিকা উক্ত জরিপের ফলাফলের সাথে বিগত জাতীয় নির্বাচনগুলোর ফলাফলের তুলনা করে বলেন, জামায়াত ইসলামী বিগত নির্বাচনগুলোয় ৪ শতাংশ, ১১ শতাংশ ও ২০ শতাংশের মতো ভোট পেয়েছে। কিন্তু জরিপে জামায়াত ৩১ শতাংশেরও বেশি ভোট পাওয়ার কারণ সম্পর্কে তিনি টকশো অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের কাছে জানতে চান।
জবাবে সাংবাদিক ও কলামিস্ট আশরাফ কায়সার এককথায় বলেন, ‘সাদা চোখে দেখা যাচ্ছে আওয়ামী লীগের ভোট জামায়াতে ঢুকে গেছে।’
শেয়ার করুন