সাকিব মেগাস্টার, তার সঙ্গে তুলনার পর্যায়ে নেই: হামজা চৌধুরী

খেলাধুলা

সাকিব আল হাসানকে দেশের মেগা স্টার মানলেন দেশের ফুটবলের নতুন ক্রেজ হামজা চৌধুরী। বললেন, আমার মনে হয় না সাকিবের সঙ্গে তুলনা করার পর্যায়ে আমি আছি, তিনি একজন মেগাস্টার। সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে তার নিজ গ্রামের বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

৩ ঘণ্টার ম্যাচ শেষে প্রায় ১৪ ঘণ্টার বিমান জার্নি করে বাংলাদেশের মাটিতে পা রাখেন হামজা চৌধুরী। সিলেটে নেমে ভক্তদের আবদার পূরণের পর সড়ক পথে আরও ২ ঘণ্টার ভ্রমণ শেষে নিজ বাড়িতে পা রাখলেও একটুও যেন ক্লান্তি ভর করেনি ফুটবলের এই নতুন সুপার স্টারের। পাশে বাবা মোরশেদ দেওয়ান চৌধুরীকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন।

কত নাম্বার জার্সিতেই খেলতে চান, এই প্রশ্নে হামজা চৌধুরী জানিয়েছেন, ১৭ কিংবা ১০ নয়, প্রিয় ৮ নম্বর জার্সিতেই খেলতে চান চিরচেনা ডিফেন্সিভ মিডফিল্ড ভূমিকায়।

বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন কি না, এমন প্রশ্নে নিরাশ না করলেও জানালেন ধাপে ধাপে এগোনোর কথা। ফোকাস রাখতে চান এশিয়ান কাপ বাছাইপর্বে।

আগামী ২৫শে মার্চ এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে শিলংয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ব্যস্ত শিডিউলে ইংলিশ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ শেষ করেই দেশের বিমান ধরেন হামজা। সিলেটে পৌঁছানোর পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় বাফুফে কর্তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *