এম ইয়াকুব হাসান অন্তর।
হবিগন্জ প্রতিনিধিঃ
নানা সমস্যায় জর্জরিত হবিগনজ জেলার লাখাই উপজেলার ৩ নম্বর মুড়িয়াউক ইউনিয়নের ১ নম্বর তেঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।বিদ্যালয়ের পুরনো আধাপাকা গৃহটি খুবই পুরনেো এবং জরাজীর্ণ হওয়ায় তা ভেঙ্গে নতুন ভবন নির্মানের জন্য সংসলিস্টদের নিকট আবেদন- নিবেদন করেও অদ্যাবধি ভবন নির্মানের কোন উদ্যোগ নেওয়া হয়নি।শুধু আশ্বাস বানীতেই কাল ক্ষেপন হচ্ছে।বিদ্যালয়ের সীমানা প্রাচীর থাকলেও বিদ্যালয় প্রাঙ্গন প্রাচীরের নিম্নাংশ থেকেও অপেক্ষাকৃত নিচু হওয়ায় তাতে কাজের কাজ কিছুই হচ্ছেনা। অথচ বিদ্যালয়ের প্রাঙ্গন মাটি করা হলে এ সমস্যা দূরীভূত হতো।দীর্ঘদিনেও এ এধরনের কোন উদ্যোগ নেওয়া হয়নি।এতে বিদ্যালয়ের কোমলমতি ছাত্র – ছাত্রীরা রয়েছে ভোগান্তিতে।বিদ্যালয়ের প্রাঙ্গণ রয়েছে বেশ কয়েকটি বড় বড় বিভিন্ন প্রজাতির বৃক্ষ।এ বৃক্ষ সমুহের এবড়োথেবড়ো শিকড়ে চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে অহরহ।এতে বিদ্যালয় প্রবেশকালে প্রায়শঃ দূর্ঘটনায় পতিত হচ্ছে শিক্ষার্থীরা।বিদ্যালয় প্রাঙ্গন উঁচু- নিচু হওয়ায় এবং মাটি ভরাট না করাতে প্রাঙ্গনে স্থাপিত রাইড গুলোতে চড়তে গিয়ে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এমনকি দূর্ঘটনায়ও পতিত হচ্ছে।এ থেকে উত্তোরনে যথা শীঘ্র প্রাঙ্গনে মাটি ভরাট করার বিকল্প নেই।এদিকে সীমানা প্রাচীরের নিম্নাংশের চেয়েও প্রাঙ্গন অপেক্ষাকৃত নিচু হওয়ায় বহিরাগত ও গবাদি পশু যখন তখন প্রবেশ করে বিদ্যালয়ে বিঘ্ন সৃষ্টি করছে।তথ্যানুযায়ী এ বিদ্যালয়টি ১৯১০ প্রতিষ্ঠা পায় এবং ১৯৭৩ সালে জাতীয়করণ করা হয়।বিদ্যালয়ে বর্তমানে ৫ শত ৫৫ জন শিক্ষার্থী ও ৯ জন শিক্ষক রয়েছেন। এ। ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান জানান পুরনেো ভবনটি ঝু্কিপূর্ন হয়ে গেছে।এটি নতুন করে নির্মানের জন্য সংসলিস্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানানো হয়েছে।আশ্বাস ও পাওয়া গেছে কিন্তু দীর্ঘদিনেও তা বাস্তবায়ন হয়নি।এছাড়া বিদ্যালয়ের প্রাঙ্গনে মাটি ভরাট করা খুবই জরুরী। প্রায়শঃ ছোট- বড় দূর্ঘটনা ঘটছে।এ ব্যাপারে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলী আহমেদ জানান আমি কিছুদিন হলো সভাপতি নির্বাচিত হয়েছি। বিদ্যালয়ের বেশ কিছু সমস্যা রয়েছে।পরনো গৃহটি নতুন নির্মানের জন্য চেষ্টা চালাচ্ছি। প্রাঙ্গনে মাটি ভরাট করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মজনুর রহমান এর সাথে আলাপকালে জানান নতুন ভবনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে।প্রাঙ্গনে মাটি ভরাটের ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার করুন