শাবির অনেক স্থাপনায় এখনও বহাল শেখ পরিবারের নাম

সিলেট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অনেক স্থাপনায় এখনও বহাল রয়েছে শেখ মুজিবুর রহমানের পরিবারের নামে থাকা বিভিন্ন স্থাপনা। ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের ৯ মাস হতে চললেও নাম পরিবর্তন না করায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

শেখ পরিবারের নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রয়েছে-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসার্চ সেল।

শাবিপ্রবির ওয়েবসাইটে গিয়ে দেখা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসার্চ সেলের নাম এখনও বহাল। ওয়েবসাইটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসার্চ সেলের পরিচালক হিসেবে এখনও কট্টর আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. আব্দুল গণির নামও রয়েছে। তবে হলের নাম বহাল হলেও ওয়েবসাইটে জুলাই বিপ্লব পরবর্তী নতুন প্রশাসনের তথ্য দেয়া রয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, শেখ পরিবার বাংলাদেশে একটি ঘৃণিত নাম। এই পরিবারটি যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, তখনই ফ্যাসিবাদ কায়েম করেছে। তাই এই পরিবারের নামে জনগণের অর্থে পরিচালিত কোনো প্রতিষ্ঠানের স্থাপনার নাম হতে পারে না। তারা বলছেন, কার স্বার্থে এখনও নাম পরিবর্তন করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও কাকে খুশি করতে নীরব কর্তৃপক্ষ ? শেখ পরিবারের নামে থাকা স্থাপনা পরিবর্তন করা না হলে জুলাই শহীদের রক্ষের প্রতি বেঈমানি করা হবে। তাই এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়া উচিত বিশ^বিদ্যালয় প্রশাসনের।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জুলাই বিপ্লবের পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় নাম পরিবর্তনের বিষয়ে তথ্য চেয়ে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে শাবিপ্রবির কর্তৃপক্ষ ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে সেই তথ্য জমা দিয়েছে।

জানা গেছে, শেখ হাসিনার পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তনের জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে কমিটি গঠন করে দেয়া হয়েছে। তবে কমিটি এখনও প্রতিবদেন জমা দেয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রশাসনের কাজে ধীরগতি থাকায় অনেকে ক্ষোভ প্রকাশ করছেন।

জানা গেছে, জুলাই বিপ্লব পরবর্তী বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব গ্রহণের প্রায় সাড়ে ৭ মাস হতে চললেও এখনও শেখ পরিবারের নামে থাকা স্থাপনা পরিবর্তন করতে পারেনি।

এদিকে, প্রশাসিনক জটিলতায় নাম পরিবর্তন করতে দেরি হচ্ছে বলে জানান কর্মকর্তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একজন বিভাগীয় প্রধান বলেন, ফ্যাসিবাদ অনেক শক্তিশালী। তাদের মানুষ বিভিন্ন পদে এখনও রয়ে গেছে। তাই নিজের বিভাগ থেকে শেখ মুজিবের ছবিও নামাতে পারিনি।

একজন শিক্ষার্থী বলেন, রাষ্ট্রীয় স্থাপনা কোনো স্বৈরশাসকের নামে হতে পারে না। জনগণের অর্থে স্থাপিত এসব স্থাপনা রাষ্ট্রের সম্পদ। তাই বিপ্লবের এতিদনও পরও কোনোভাবেই ফ্যাসিবাদের জননী শেখ হাসিনার পরিবারের নামে কোনো স্থাপনা থাকেত পারে না।

শেখ পরিবারের নামে থাকা স্থাপনা পরিবর্তন করা হবে কী না জানতে চাইলে শাবিপ্রবির প্রো-ভিসি অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সিন্ডিকেট একটি কমিটি গঠন করে দিয়েছে। কমিটির সুপারিশ পেলে সিন্ডিকেট পরবর্তী সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, সিলেটের জ্ঞানীগুণী ব্যক্তির নামে বিভিন্ন স্থাপনার নতুন নামকরণ করা হবে। এজন্য সিলেটের বিশিষ্টজনেরা নাম প্রস্তাব করতে পারেন। যারা এ অঞ্চলে নানা ক্ষেত্রে অবদান রেখে গেছেন, তাদের নামকে অগ্রাধিকার দেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *