ইউপি চেয়ারম্যান ধলা মিয়ার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা

সিলেট

স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথে লামাকাজী ইউনিয়ন পরিষদের টানা চার বারের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়ার উপর অতর্কিত হামলার প্রতিবাদে ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টায় ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। লামাকাজী ইউনিয়ন পরিষদ হলরুমে সভা শেষে লামাকাজী পয়েন্টে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।

লামাকাজি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কাঁচা মিয়ার সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনামের পরিচালনায় সভায় লামাকাজী ইউনিয়ন পরিষদের টানা চার বারের জনপ্রিয় চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার উপর অতর্কিত হামলার ঘটনায় ইউনিয়নবাসী তথা উপজেলাবাসী নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।

সভায় বক্তারা বলেন, দিনে-দুপুরে উপজেলা সদরে এক জনপ্রতিনিধির উপর হামলা ঘটনাটি খুবই দুঃখজনক। এটা কখন বিশ্বনাথবাসী কামনা করেনা। চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার উপর হামলাকারী ও তাদের দোসরদের অবিলম্বে গ্রেপ্তার করার জোরদাবি জানান। অন্যতায় বিশ্বনাথবাসীকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সভায় বক্তব্য রাখেন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন ধলা মিয়া, সাবেক চেয়ারম্যান লাল মিয়া, মুরব্বি রহমত আলী, মিরপুর মুরুব্বি আব্দুল গফ্ফার, লামাকাজী পয়েন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব ডা. মোহাম্মাদ শাহনুর হোসাইন, কেশবপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি মাওলানা মোতাহির আলী, সংরক্ষিত সদস্য সোহাদা বেগম, সদস্য প্রতাপ পাল, রামপাশা গ্রামের মুরব্বি আব্দুল হেকিম মাস্টার, উদয়পুর গ্রামের আকিকুর রহমান ছুরুক, সাবেক ইউপি সদস্য রফিক আহমদ রফিক, সোনাপুর গ্রামের মুরব্বি শামসুল ইসলাম, মির্জার গাঁও গ্রামের মুরুব্বি গোলাম আহমদ, উদয়পুর গ্রামের মাওলানা আব্দুল আজিজ, যুক্তরাজ্য কমিউনিটি নেতা ও সোনাপুর গ্রামের এডভোকেট মাওলানা হাবিবুর রহমান, সোনাপুর গ্রামের মুরব্বি এখলাছুর রহমান, সাঙ্গিরাই গ্রামের মুরব্বি ও ব্যবসায়ী রফিক আহমদ, হাজরাই গ্রামের হাবিবুর রহমান মনু, কাজির গাঁও গ্রামের মুরব্বি শাহিন আহমদ শান্তি মিয়া, সোনাপুর গ্রামের মুরব্বি শামসুল ইসলাম, বশির পুর গ্রামের মুরব্বি ডা. নুরুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী ছাত্রদল নেতা জাকির হোসাইন। এসময় ইউনিয়নের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *