সিলেটে জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে হামলায় সরাসরি জড়িত এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুধবার সকালে নগরীর সুবিদবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তার নাম রুবেল আহমদ (৩৮)। সে নগরীর সুবিদবাজার এলাকার শহীদ নুরের ছেলে ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক।
এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার উপর হামলার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
আদালতে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর হামলার তথ্যের সত্যতা মিলেছে।
শেয়ার করুন