সুনামগঞ্জে আকস্মিক বন‍্যার শঙ্কা, সতর্কতা জারি

সুনামগঞ্জ

সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী উপজেলা সমূহে আকস্মিক বন্যার সম্ভাবনার প্রেক্ষিতে সতর্কতা জারি করেছে জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখা।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (১৫ মে) জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়।

এতে জেলার সকল উপজেলায় সংশ্লিষ্ট প্রযুক্তি সহায়ক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসকের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের দায়িত্বে রয়েছেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান। তাঁর সঙ্গে যোগাযোগের জন্য দেওয়া হয়েছে মোবাইল নাম্বার, যা হল ০১৩২১-৪৯৫১৭৫।

এ ব‍্যাপারে সুনামগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হাসিবুল হাসান সিলেট ভয়েসকে বলেন, ‘দুর্যোগ মন্ত্রনালয় থেকে একটি সর্তকবার্তা পাঠানো হয়েছে আমাদের, সেটির প্রেক্ষিতে আমরা জেলায় সর্তকর্তা জারি করেছি।’

তিনি বলেন, ‘আগামী দুই তিনদিনের মধ‍্যে সুনামগঞ্জ জেলায় আকস্মিক বন‍্যার একটি শঙ্কা রয়েছে, সেজন‍্য সকল উপজেলার পিআইওকে সর্তক থাকতে বলা হয়েছে এবং একটি জরুরী কন্ট্রোল রুম খোলা হয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *