সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মামলায় পৌর ছাত্রলীগ নেতা জাকারিয়া আহমেদ লাকিকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ১২টার দিকে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।জাকারিয়া উপজেলার রণকেলী ইয়াগুল গ্রামের রিয়াজ আহমদের ছেলে।
জানা গেছে, জাকারিয়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের গোলাপগঞ্জ মডেল থানার মামলা ৫ নম্বর আসামি। আন্দোলন সময়ের বিভিন্ন ভিডিও ফুটেজ ও পুলিশের তদন্তে ঘটনার সাথে সরাসরি জড়িত থাকায় তাকে গ্রেফতার করে পুলিশ।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্ল্যা তার গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন।
শেয়ার করুন