সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে যুব সমাজ কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সৈয়দ সারোয়ার রেজা।
গতকাল রাতে নগরীর মজুমদারীস্থ এলাকার সর্বস্তরের যুব সমাজ আয়োজিত একটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য তরুণ-দের ঐক্যবদ্ধ ভাবে সামাজিক নিরাপত্তায় কাজ করতে , এলাকায় বহিরাগতদের আনাগুনা ও বখাটেদের আড্ডা বন্ধ করতে হবে। এলাকার মুরুব্বিদের সাথে আদবের সাথে চলাফেরা করতে উদয়মান তরুণদের ভূমিকা নিতে হবে বলে ও তিনি বলেন।
দেওয়ান মোস্তাক রাজা চৌধুরী ও সাব্বির আহমেদের যৌথ পরিচালনায় ও এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাসিম বক্ত মজুমদার, যাকারিয়া মজুমদার মেহদী, ফারুক আহমেদ, সুমন খানএমদাদুল হক মান্না, মো: হানিফ , রুবেল আহমদ ওয়াসিম আহমেদ , সায়েম মজুমদার ,জয়নাল আহমেদ,ফরহাদ আহমেদ ,মাহবুবুর রহমান প্রমুখ।
শেয়ার করুন