শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট অঞ্চলের দায়িত্বশীল কর্মশালা

সিলেট

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান বলেছেন, স্বাধীনতার পর থেকে রাজনীতির সংস্পর্শে অনেকের ভাগ্যের পরিবর্তন হয়েছে। কিন্তু শ্রমজীবী মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। অথচ তাদেরকে রাজনীতির হাতিয়ার ও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্রচলিত রাজনীতির মাধ্যমে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ফিরে পাওয়া সম্ভব নয়। ইনসাফভিত্তিক সমাজ ও ইসলামী শ্রমনীতিই শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে পারে। তাই শ্রমজীবী ভাইদেরকে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের আন্দোলনে শামিল হতে হবে।

তিনি বলেন, আমরা তথাকথিত রাজনৈতিক দলের মতো শ্রমজীবী ভাইদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চাইনা। আমরা শ্রমজীবী ভাইদের কুরআন ও হাদীসের আলোকে আল্লাহর সৈনিক হিসেবে গড়ে তুলতে চাই। যাদের জীবনের প্রত্যেকটি স্তরে থাকবে হালাল উপার্জন ও পরকালের ভয়। খোদাভীরু সৎ নেতৃত্বই পারে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে। তাই শ্রমজীবী ভাইদেরকে কুরআন ও হাদীসের আলোকে মুত্তাকি হিসেবে গড়ে উঠার শপথ নিতে হবে। একই সাথে পরিবারের সদস্যদের ইসলামী অনুশাসন মেনে চলায় উদ্ধুদ্ধ করতে হবে। তাহলে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তি নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি শুক্রবার (১৬ মে) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট অঞ্চলের দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ফেডারেশনের সিলেট অঞ্চলের সহকারী পরিচালক হাফেজ মাওলানা ফারুক আহমদের সভাপতিত্বে এবং মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত দায়িত্বশীল কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। কর্মশালায় দারসুল কোরআন পেশ করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।

প্রধান বক্তার বক্তব্যে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, অর্থনীতির মুল চালিকাশক্তি হয়েও আমাদের সমাজের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী হলেন শ্রমজীবী মানুষ। তাদের চাকুরীর কোন নিশ্চয়তা নাই, কাজের ন্যায্য পরিশ্রামিক নেই। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, ফেডারেশনের সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান, সুনামগঞ্জ জেলা সভাপতি মোমতাজুল হাসান আবেদ, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান দুলাল, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম ইমতিয়াজ, মৌলভীবাজার জেলা সভাপতি শাহ মোঃ আলাউদ্দিন, হবিগঞ্জ জেলা সভাপতি কাজী আব্দুর রউফ বাহার, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, ফেডারেশনের মহানগর সহ-সাধারণ সম্পাদক কফিলউদ্দিন আলমগীর, সহ-সাধারণ সম্পাদক আক্কাছ আলী, নজরুল ইসলাম মারুফ, সাংগঠনিক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল জলিল, সহ সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান শামীম, ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক সোহেল আহমদ হাওলাদার ও আল মোমিন প্রমূখ।

কর্মশালায় ফেডারেশনের সিলেট মহানগর ও বিভাগের ৪ জেলা নেতৃবৃন্দ ছাড়াও মহানগরের আওতাধিন বিভিন্ন থানা ও ৫৫টি ট্রেড ইউনিয়ন শাখার বিপুলসংখ্যক শ্রমিক নেতৃবৃন্দ অংশ নেন। বিজ্ঞপ্তি

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *