কুলাউড়ায় আতাউর রহমান আতাকে সংবর্ধনা

মৌলভীবাজার

বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক (সার্বিক) ও আল আইন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা এবং প্রবাসী বিএনপি নেতা ফজলুল করিম ফজলু ও মো.আবুল খয়েরকে সংবর্ধনা দিয়েছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়ন বিএনপি।

রোববার (১৮ মে) সন্ধ্যায় স্থানীয় রসুলগঞ্জ বাজারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির আয়োজনে, আহ্বায়ক আফজল হোসেন সাঈদের সভাপতিত্বে ও ইউপি সদস্য সাহেদ আহমদের  সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য শওকতুল ইসলাম শকু।

বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদওয়ান খান, যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল জামাল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম আহমদ চৌধুরী, বদরুজ্জামান সজল, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, ময়নুল হক বকুল, সুফিয়ান আহমদ, তারু খান, সংবর্ধিত অতিথি আতাউর রহমান আতা, ইউনিয়ন বিএনপির ডা. সাহেদ আহমদ চৌধুরী ও বাছিদ আহমদ। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ছাড়াও ভুকশিমইল ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি আতাউর রহমান আতাসহ প্রবাসী বিএনপি নেতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ও ফুলেল শুভেচ্ছা জানান বিএনপির নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *