IBWF কানাইঘাট শাখার সম্মেলন সম্পন্ন

সিলেট

ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন IBWF কানাইঘাট শাখার সম্মেলন সম্পন্ন।

আজ ২৬ মে ২০২৫ সোমবার বিকালে কানাইঘাট বাজারে কানাইঘাট উপজেলা ও পৌরসভার ব্যবসায়ীদের নিয়ে এক সম্মেলন Ibwf সিলেট জেলার সহ সভাপতি মাওলানা শরিফ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন IBWF সিলেট জেলা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল্লাহ আল হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলার প্রধান পৃষ্টপোষক মাওলানা কামাল উদ্দিন, সংগঠনের জেলা সভাপতি যথাক্রমে চেয়ারম্যান মামুন খান, সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, জেলা সাংগঠনিক সম্পাদক একেএম ওয়ালীউল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাস্টার ফয়সল আহমদ, হাফিজ তাজ উদ্দিন, মাওলানা ইকবাল আহমদ, বাজার বনিক সমিতির সভাপতি হাজি আলতাব হোসাইন।

সম্মেলনে বিশিষ্ট ব্যবসায়ী জনাব কুদরত উল্লাহ সাহেবকে সভাপতি ও বিশিষ্ট নাজিম উদ্দিনকে সেক্রেটারি ঘোষনা করে ৫১ সদস্য বিশিষ্ট আইবিডাব্লিউএফ কানাইঘাট শাখা ঘোষনা করেন সম্মেলনের প্রধান অতিথি জেলা সভাপতি সাইফুল্লাহ আল হোসাইন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *