
নিজস্ব সংবাদদাতা : সিলেট মহানগর বিএনপির নবগঠিত ৬ থানা কমিটির নেতৃবৃন্দের মত বিনিময় করেছেন সিলেট বিভাগের দ্বায়িত্ব শীর্ষ নেতারা।
আজ সকাল ১০ টায় নগরী একটি অভিজাত হোটেলের হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জানা যায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডা: জাহিদ হোসেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির , সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী , ডক্টর এনামুল হক, এম মালেক, সভা পরিচালনা , সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক সাবেক মেয়র জিকে গউস, সহ-সাংগঠনিক মিফতাহ সিদ্দিকী , সাবেক এম পি কলিম উদ্দিন মিলন , মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী , সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী , মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন থানা বিএনপির সকল নেতৃবৃন্দের উদ্দেশ্যে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে দিক নির্দেশনা প্রদান করেন বলেন জানা গেছে।
শেয়ার করুন