বিশ্বনাথে প্রবাসী খছরু আহমেদ সংবর্ধিত

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথে তরুণ সমাজসেবক, বাংলাদেশের প্রথম শ্রেণীর রেমিট্যান্স যোদ্ধা, যুক্তরাষ্ট্র প্রবাসী খছরু আহমেদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) পৌরশহরের পুরানবাজারস্থ একটি হোটেলে বন্ধু মহলের পক্ষ থেকে তাকে ওই সংবর্ধনা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ সমাজসেবক খছরু আহমেদ।

উপজেলার দশপাইকা মাদরাসার শিক্ষক মাওলানা হেলাল আহমদের সভাপতিত্বে ও ইংরেজী ভাষা ও কারিগরি প্রতিষ্ঠান ইউকে ইয়ুথ ইনষ্টিটিউট’র পরিচালক জামাল আহমদের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন ব্যাংক লিমিটেড গোবিন্দগঞ্জ শাখার ব্যবস্থাপক জামিল আহমদ, ব্যবসায়ী মাশুকুর রহমান শিকদার, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম, দলিল লেখক শামীম আহমদ, ব্যবসায়ী সালাহ উদ্দিন, আলমগীর আলম, সাদিকুর রহমান, শাহিন আলম, রমজান আলী প্রমুখ।
সংবর্ধনা শেষে বন্ধুমহলের পক্ষ হতে যুক্তরাষ্ট্র প্রবাসী, তরুণ সমাজসেবক খছরু আহমেদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *