
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে আরও সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন এবং এনসিপিকে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো একটি গণমানুষের দল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় সভাপতিত্ব করেন এনসিপি মৌলভীবাজার জেলা সদস্য মহিবুর রহমান কামাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি ইউকে ডায়াস্পোরা মেম্বার জাকির চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি মৌলভীবাজার জেলা যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদ।

সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির প্রতিনিধিবৃন্দ – জাহান চৌধুরী, শাহ আলম, জুয়েল মাহমুদ, হিফজুর রহমান রুমান, মারুফ আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, এনসিপি কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং এটি একটি বৈষম্যবিরোধী নাগরিক আন্দোলনের রাজনৈতিক রূপ। শিক্ষিত ও সচেতন তরুণ প্রজন্ম রাজনীতিতে যুক্ত হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
বক্তারা আরও বলেন-আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে রাজনীতি হবে সেবার, বৈষম্য নয়; নাগরিকের অধিকারই হবে রাষ্ট্রের মূল ভিত্তি।”
সভায় সংগঠন সম্প্রসারণ, নতুন নেতৃত্ব গঠন, সদস্য সংগ্রহ অভিযান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়।
সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং উপস্থিত নেতাকর্মীরা সংগঠনের আদর্শে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন।
উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কর্তৃক বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নাহিদ ইসলামকে আহ্বায়ক করে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি এ দলটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্র-নেতৃত্বাধীন রাজনৈতিক দল, যা ছাত্র-জনতার অভ্যুত্থানের সফলতার ফলাফল হিসেবে গঠিত হয়।
শেয়ার করুন


