হাসিনার রায় ঘোষণার খবরে সিলেটে আনন্দ মিছিল

সিলেট

গেল বছরের জুলাই আগস্টে গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতচুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার খবরে সিলেটে আনন্দ মিছিল করেছে ছাত্র-জনতা।

সোমবার বিকাল ৪টার দিকে মিছিলটি বের হয় চৌহাট্টাস্ত কেন্দ্রীয় শহীদ মিনার থেকে।

জিন্দাবাজার পয়েন্ট ঘুরে আবারও চৌহাট্টার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে মিছিলটি শেষ হয়। এরপর সেখানে মিষ্টিও বিতরণ করা হয়েছে।

মিছিলে ‘অ্যাকশন অ্যাকশন- ডায়রেট অ্যাকশন’,‘ছাত্রলীগের বিরুদ্ধে, ডায়রেট অ্যাকশন’ ‘খুনি লীগের বিরুদ্ধে- ডায়রেট অ্যাকশন’।

এসময় মিছিলকারীরা গণমাধ্যমের সঙ্গেও কথা বলেন। তারা জানান, শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *