শ্রীমঙ্গলে দুইটি অজগর সাপ উদ্ধার

বাংলাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নওয়াগাঁও ও ইছবপুর এলাকা থেকে দুইদিনে দুটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে শ্রীমঙ্গলের ইছবপুর এলাকায় ঝোপঝাড় পরিষ্কার করার সময় শ্রমিকরা হঠাৎ দেওয়ালের উপর একটি বড় আকৃতির অজগর সাপ দেখতে পান। অপ্রত্যাশিতভাবে এত বড় সাপ চোখে পড়ায় তারা আতঙ্কিত হয়ে কাজ বন্ধ করে দেন।

ঘটনাটি সঙ্গে সঙ্গে শ্রীমঙ্গল রেসিডেন্সিয়াল মডেল গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অসিত পাল ও শিক্ষক অনিক দেবকে জানানো হলে তারা দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ এবং রিদন গৌড় দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা সাপটিকে অজগর প্রজাতি হিসেবে শনাক্ত করেন এবং পরবর্তীতে অক্ষত অবস্থায় নিরাপদে উদ্ধার করেন।

উদ্ধারকৃত অজগরটির ওজন প্রায় ২০ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১২ ফুট বলে জানা যায়। পরে অজগরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

গরবিবার নোয়াগাঁও ধান ক্ষেত থেকে আরেকটি অজগর সাপ উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ।

এ ধরনের উদ্ধার অভিযানে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের দ্রুত পদক্ষেপ স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *