
তুচ্ছ বিবাদের জেরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেসের বগির ভেতর ছুরিকাঘাতে খুন হয়েছেন আল আমিন (৩০) নামে এক পপকর্ন বিক্রেতা।এক নারিকেল বিক্রেতার বিরুদ্ধে এই নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে পীরগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনটি পৌঁছালে এই ঘটনাটি প্রকাশ্যে আসে।
নিহত আল আমিন কুড়িগ্রামের উলিপুর উপজেলার চরবধুয়াথলি গ্রামের মন্টু মিয়ার ছেলে। তিনিও ট্রেনে হকারি করে জীবিকা নির্বাহ করতেন।প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে পঞ্চগড় অভিমুখে আসছিল একতা এক্সপ্রেস ট্রেনটি। পথেই চলন্ত ট্রেনের শেষ বগিতে আল আমিনের সঙ্গে সহকর্মী এক নারিকেল বিক্রেতার কোনো একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।পীরগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে আসা একতা এক্সপ্রেসের শেষ বগিতে নারিকেল বিক্রেতার সঙ্গে পপকর্ন বিক্রেতার ঝগড়া বাঁধে। বিবাদের এক পর্যায়ে নারিকেল বিক্রেতা আল আমিনকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। ট্রেনটি পীরগঞ্জ স্টেশনে পৌঁছালে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আল আমিনের উপর হামলার পর অভিযুক্ত নারিকেল বিক্রেতা ঘটনার পরপরই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, নিহতের মরদেহ বর্তমানে ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে দ্রুততম সময়ে তাকে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান শুরু হয়েছে।
শেয়ার করুন


