
সমাবেশে হাজার হাজার ছাত্র ও যুবক অংশ নেন। সাদিক কায়েমকে একনজর দেখতে সকাল থেকেই সমাবেশস্থল লোকে লোকারণ্য হয়ে ওঠে।ডাকসু ভিপি মোহাম্মদ আবু সাদিক (সাদিক কায়েম) বলেছেন, এ দেশে ভারতীয় দাদাগিরি আর চলবে না। সীমান্তে হত্যা চলতে দেয়া যাবে না। দিল্লি-লন্ডনের প্রেসক্রিপশনে দেশ আর চলবে না। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ।শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জে দাঁড়িপাল্লার সমর্থনে অনুষ্ঠিত ছাত্র ও যুব সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে, ডাকসু ভিপি বক্তব্যের শুরুতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবাইকে নিয়ে দোয়া করেন।
শেয়ার করুন


