৫২৭ থানার ওসিও নির্বাচিত হলো লটারিতে

বাংলাদেশ

দেশের ৫২৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) লটারির মাধ্যমে পদায়ন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এই পদায়ন সম্পন্ন হয়। নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালনে সৎ ও নিরপেক্ষ কর্মকর্তাদের নিশ্চিত করতে লটারির আগে ইউনিট প্রধানদের কাছ থেকে যোগ্য পরিদর্শকদের তালিকা সংগ্রহ করা হয়। সেই তালিকার ভিত্তিতেই লটারি অনুষ্ঠিত হয়।

এই লটারির মাধ্যমে জেলা পর্যায়ের মোট ৫২৭টি থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। পদায়নকৃতদের নামের তালিকায় ‘প্রস্তাবিত’ উল্লেখ রয়েছে। মেট্রোপলিটন এলাকার কোনো থানার ওসিকে এ তালিকার আওতায় আনা হয়নি।
রেঞ্জভিত্তিক পদায়নের মধ্যে ঢাকা রেঞ্জে ১৩ জেলায় ৯৮ থানা, চট্টগ্রাম রেঞ্জে ১১ জেলায় ১১১ থানা, খুলনা রেঞ্জে ১০ জেলায় ৬৪ থানা, ময়মনসিংহ রেঞ্জে ৪ জেলায় ৩৬ থানা, বরিশাল রেঞ্জে ৬ জেলায় ৪৬ থানা, সিলেট রেঞ্জে ৪ জেলায় ৩৯ থানা, রাজশাহী রেঞ্জে ৮ জেলায় ৭১ থানা এবং রংপুর রেঞ্জে ৮ জেলায় ৬২ থানার ওসিকে পদায়ন করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, দেশে মোট থানার সংখ্যা ৬৩৯টি। এর মধ্যে জেলা পর্যায়ে ৫২৭টি এবং মেট্রোপলিটন এলাকায় ১১০টি। মেট্রোপলিটন এলাকার ১১০ থানার ক্ষেত্রে লটারি হবে না। সংশ্লিষ্ট মেট্রোপলিটন কমিশনাররা অভ্যন্তরীণভাবে এসব থানার ওসি পদায়নের কাজ সম্পন্ন করবেন।
এর আগে ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) লটারির মাধ্যমে পদায়ন করা হয়েছিল।
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *