সিলেট বিভাগীয় সমাবেশ উপলক্ষে নগরীতে ৮ দলের প্রচার মিছিল কাল (বৃহস্পতিবার)

বাংলাদেশ

আসন্ন জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দাবি ও গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিতে আগামী ৬ ডিসেম্বর শনিবার বেলা ১২টায় সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে ইসলামী ও সমমনা ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এদিকে সমাবেশ সফলের লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টায় ৮ দলের যৌথ উদ্যোগে নগরীর সিটি পয়েন্ট থেকে এক প্রচার মিছিল বের করা হবে।

যথাসময়ে উপস্থিত থেকে মিছিলকে সফল করার জন্য ইসলামী ও সমমনা ৮ দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ৮ দলের লিয়াজোঁ কমিটির নেতৃবৃন্দ।

বুধবার (৩ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে বৃহস্পতিবারের প্রচার মিছিল সফলের আহ্বান জানিয়েছেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, সিলেট জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম, জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার, খেলাফত আন্দোলনের সিলেট জেলা ও মহানগর সভাপতি মাওলানা নাসির উদ্দিন, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন ও বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টির সিলেট মহানগর আহ্বায়ক কবির আহমদ প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *