কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের নেতাসহ গ্রেপ্তার ৬

সিলেট

 

সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ১২ বোতল ভারতীয় মদসহ মোট ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

অদ্য ২১ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত্রীবেলা কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খানের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র কর্মকারের নেতৃত্বে এসআই আব্দুল্লাহ আল মামুন, এসআই পিযুশ চন্দ্র দেবনাথ, এসআই কারুল আলম, এএসআই মোহাম্মদ আলীসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স পৃথক অভিযান পরিচালনা করেন।

অভিযানে ১২ বোতল ভারতীয় মদসহ মোঃ মহসিন (৩৮), পিতা–আবু বক্কর সিদ্দিক, গ্রাম–পশ্চিম টুকেরগাঁও, থানা–কোম্পানীগঞ্জ, জেলা–সিলেটকে গ্রেফতার করা হয়।
এছাড়াও কোম্পানীগঞ্জ থানা পুলিশের ডেভিল হান্ট ফেজ–২ অভিযানের অংশ হিসেবে কোম্পানীগঞ্জ থানার মামলা নং–৫, তারিখ–০৩/০৯/২০২৪; ধারা–৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯ এর আসামি মোঃ আতাউর রহমান (৫০), ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, ০১ নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ, পিতা–মৃত ছানাফর আলী, সাং–ভোলাগঞ্জ, থানা–কোম্পানীগঞ্জ, জেলা–সিলেটকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, কোম্পানীগঞ্জ থানার মামলা নং–২২, তারিখ–২০/১২/২০২৫; ধারা–৪৫৭/৩৮০ পেনাল কোড, ১৮৬০ এর চোরাই ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ১টি ট্যাব উদ্ধারসহ সুমন মিয়া (৩৫), পিতা–মোঃ নঈম উদ্দিন, সাং–কালিবাড়ি, থানা–কোম্পানীগঞ্জ, জেলা–সিলেট এবং তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃত মোছাঃ রুশনা আক্তার (৪০), স্বামী–আরব আলী, পিতা–আব্দুল গফুর, সাং–বিথঙ্গল, থানা–বানিয়াচং, জেলা–হবিগঞ্জ, বর্তমান ঠিকানা–রফিক মিয়ার কলনী, দয়ারবাজার, থানা–কোম্পানীগঞ্জ, জেলা–সিলেটকে গ্রেফতার করা হয়।
এছাড়া জিআর পরোয়ানাভুক্ত আসামি হারমান আলী (৩৩), পিতা–শুক্কুর আলী, সাং–দলইরগাঁও এবং কামরান আহমদ (৩২), পিতা–শেখ উদ্দিন, সাং–কাঠালবাড়ী (গুচ্ছগ্রাম), থানা–কোম্পানীগঞ্জ, জেলা–সিলেটকেও গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *