শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচী

সিলেট

আধিপত্যবাদ বিরোধী জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র বিল্পবী শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদ ও খুনিদের দ্রুত বিচার করার দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ও সিলেট ইনকিলাব মঞ্চ। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচিতে ‘উই আর হাদি, উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে বিপুল পরিমাণ শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় বিল্পবী শহীদ হাদির বিচার দাবিতে নানা স্লোগান দিতে থাকেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

অবস্থান কর্মসূচীতে অংশগ্রহণ করেন শাবিপ্রবি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাফিজুল ইসলাম, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন হীরা আক্তার, যুগ্ম-আহ্বায়ক মাহবুব হাসান অনু, রাকিবুল হাসান, নুর নবী হাসান, আরাফাত হোসেন, নয়ন মিয়া, লোকমান মিয়া, যুগ্ম-সদস্য সচিব আরিফ হোসাইন, আবরার বিন সেলিম, রুবেল মিয়া, হাসানুজ্জামান রাফি, আশিক রহমান, তাওহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক শুয়াইব আহমেদ চৌধুরী, মিডিয়া সম্পাদক রাফসান আহমেদ নাসিম, পাঠচক্র-বিষয়ক সম্পাদক আবু নাঈম চৌধুরী, পরিবেশ ও পর্যটন সম্পাদক আবিদ খান মৌ এবং ক্রীড়া ও ডেভেলপমেন্ট সম্পাদক জুবায়ের রায়হান প্রমুখ।

অবস্থানকালে ইনকলিাব মঞ্চের আলতাফুর রহমান তাসনিম, মোস্তাফিজুর রহমান রায়হান, আদিব খান, মো. আবু ওবাইদা সিদ্দিকী, মো. শাহরিয়ার রশিদ, সাজেদুল কবির শাওন, তাজুল ইসলাম রুপক, আবরার আদিব, নিয়ামুল ইসলাম নিরব, ইশমামুল আমান, মোফাজ্জল আহমেদ শাকিল, মো. রবিউল, শাহরিয়ার নাফিজ, সাইয়েদ মানজির-ই-তাসনিম, আব্দুস শহিদ মুজাহিদ, তাসনিম আল মামুন, মারুফ হাসান তানিম ও এহতেশামুর রহমানসহ অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শহীদ ওসমান শরিফ হাদির খুনিদের শনাক্ত করে দ্রুত বিচার করার জন্য অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *