আমি চলে গেলেও আপনারা ইনসাফের লড়াই থামাবেন না: জাবের

বাংলাদেশ

এবার ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ও শহীদ ওসমান হাদির সহচর আবদুল্লাহ আল জাবের বলেছেন, আমি যদি চলেও যাই, আপনারা দয়া করে ইনসাফের এই লড়াই থামাবেন না। আশা করি, আমি চলে গেলেও আপনারা এই লড়াই চালিয়ে যাবেন।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে তিনটার দিকে রাজধানী শাহবাগে ইনকিলাব মঞ্চের আহবায়ক শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে চলা চলমান এই আন্দোলনে তিনি এই কথা বলেন।

জাবের বলেন, এখানে অনেকেই আসবেন, অনেকেই কথা বলবেন কিংবা বলতে চাইবেন। দয়া করে আপনারা আমার কথার বাইরে অন্য কারও বক্তব্য ইনকিলাব মঞ্চের বক্তব্য হিসেবে ধরবেন না। আমার কথা ছাড়া অন্যদের কথা ইনকিলাব মঞ্চের অফিসিয়াল বক্তব্য নয়।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আর বলেন, কারণ এখানে অনেকে অনেক কথা বলবে, উসকে দেওয়ার চেষ্টা করবে। তাই আমি এই কথা বলতে চাই, আমার বাইরে আর কারও কথা ইনকিলাব মঞ্চের কথা হিসেবে গণ্য করবেন না।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে কয়জন উপদেষ্টার কি অবদান ছিল আমরা জানি। দুই-তিন জন উপদেষ্টা ছাড়া কারও কোনো অবদান নেই। অথচ তারা সবাই সচিবালয় বসে চেয়ার গরম করছে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *