
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাড়ির চালা থেকে বিড়াল ছানা উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে জুঁথি আক্তার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার কালিকাপুর পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুঁথি আক্তার একই এলাকার জহুরুল ইসলামের মেয়ে।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুমন চন্দ্র দাস জানান, শিশু জুঁথি তাদের বাড়ির চালায় আটকে থাকা বিড়াল ছানা উদ্ধার করতে উঠে। এ সময় অসাবধানতায় চালার উপরে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। ছাদের উপরে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইনের কারণে শিশুটির মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শেয়ার করুন


