বড়লেখায় কাজী আব্দুস শাকুর মেধাবৃত্তি পরিক্ষার বৃত্তি প্রদান সম্পন্ন

বাংলাদেশ

মৌলভীবাজারের বড়লেখায় কাজী আব্দুস শাকুর মেধাবৃত্তি পরিক্ষা ২০২৫ এর বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।শনিবার (০৩ জানুয়ারি) ইটাউরী হাজী ইউনূস মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের হল রুমে ট্রাষ্টের পরিচালক কাওছার আহমদের সভাপতিত্বে ও সহকারী পরিচালক হানজালা আহমদের সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম,ইটাউরী হাজী ইউনূস মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এনাম উদ্দিন, মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি জনাব ফরিদ উদ্দিন, নিজবাহাদুরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি জনাব মোহাম্মদ আবু তাহের,আব্দুস শাকুর এডুকেশন ট্রাস্টের পৃষ্ঠপোষক মাওলানা হাবিবুল করিম প্রমুখ।এসময় অষ্টম শ্রেণিতে ১০ জন ও দশম শ্রেণীতে ১০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
উল্লেখ্য ২০২৫ সালের ১৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়া মেধাবৃত্তি পরিক্ষায় প্রায় তিনশত পঞ্চাশজন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্য থেকে ২০ জন বৃত্তিপ্রাপ্তসহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদেরকে বিশেষ বৃত্তি প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *