সাত সকালে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

বাংলাদেশ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলির ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি বিকল ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কার ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন।

নিহত ব্যক্তির নাম তারেক (৪৫)। তিনি বাসের সুপারভাইজার ছিলেন।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাককে পেছন থেকে চুয়াডাঙ্গা থেকে আসা পূর্বাশা পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। ঘটনাস্থলেই বাসের এক যাত্রী নিহত হন। এছাড়া ভেতরে থাকা এক বেশ কয়েকজন যাত্রী আহত অবস্থায় আটকা পড়েন।

সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয় যাত্রাবাহী বাসটি।

Discover more
BD24Live Media (pvt) Ltd.

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সিরাজদিখান ও শ্রীনগর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহত ১৫ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। নিহত একজনকে উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার পর যান চলাচল প্রায় আধাঘন্টা বিঘ্নিত হয়। তবে দুর্ঘটনা কবলিত যান সরিয়ে নেয়ার পর এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। হাইওয়ে পুলিশ দুর্ঘটনা আইনগত ব্যবস্থা নিচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *