ভারতে বাংলাদেশের খেলা নিয়ে নীরবতা ভাঙল বিসিসিআই

বাংলাদেশ

নিরাপত্তা ইস্যু দেখিয়ে ভারত মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছে, একই কারণ দেখিয়ে দেশটিতে বিশ্বকাপ খেলতে যাবে না জানিয়েছে বিসিবি। যা নিয়ে আলোচনা চলছে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসির সঙ্গে। এর মাঝে নীরবতা ভেঙেছে ভারতের ক্রিকেট বোর্ড। বিষয়টি তাদের হাতে নেই, বলেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।

বিসিসিআইয়ের বৈঠক শেষে সাইকিয়ার কাছে সাংবাদিকরা জানতে চান, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরাতে আইসিসির কাছে বাংলাদেশের অনুরোধ নিয়ে। উত্তর দিলেও সুর্নিদিষ্ট কোন মন্তব্য করেননি তিনি। কৌশলী উত্তর দিয়েছেন সাইকিয়া।

বলেছেন, ‘বৈঠকটি ছিল সিওই এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয় নিয়ে। এটা আমাদের এখতিয়ারে নয় যে আমরা এই বিষয়ে কথা বলব (কারণ টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি)।মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার নির্দেশ দিয়েছে বিসিসিআই, এ কথা প্রথম সাইকিয়াই প্রকাশ্যে এনেছিলেন। তার মন্তব্যের পর শুরু বিতর্ক, যা এখনও চলমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *