‘৭১ ছিল স্বাধীনতা অর্জনের, ২৪ দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার’

জাতীয়

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের। আর ২০২৪ সালের আন্দোলন ছিল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার। আজ রবিবার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘২৪ সালের আন্দোলন কোন ব্যক্তি দল বা গোষ্ঠীর নয়। সম্মানিত সম্মানিত উপস্থিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ সম্মানিত জুলাই যোদ্ধারা এই আন্দোলন ছিল সত্যিকার অর্থেই অধিকার হারা। গণতান্ত্রিক মানুষের গণ আন্দোলন এ কারণেই আমি বলি ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের ২০২৪ সালের আন্দোলন ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার। সুতরাং ২৪ সালকে যদি সুসংহত করতে হয় তাহলে দেশের সকল নারী পুরুষ তথা প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা অবশ্যই প্রয়োজন।

তিনি আরও বলেন, যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থ রক্ষার আন্দোলনে পরিণত করতে চায় তাদের সম্পর্কে স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক আমি প্রিয় মানুষকে অবশ্যই সজাগ থাকা জরুরী। ২৪ সালের দেশ এবং জনগণের স্বাধীনতা আন্দোলনে হতাহত পরিবারের স্বজন কিংবা আহত অবনয়নীয় কষ্টের কথা আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানে শুনেছি। তাদের এই কষ্ট কোনো কিছু দিয়ে মোচন করা সম্ভব নয় কারণ আমি জানি স্বজন হারানোর বেদনা কতটুকু। কোনকিছু দিয়ে এই কষ্ট মোচন করা যায় না।

মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত আছেন। এছাড়া অনুষ্ঠানে তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানও অংশ নেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *