
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, প্রবীণ আলেমে দ্বীন ও অধ্যক্ষ আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম আল মাদানীর সমর্থনে পৃথক দুটি স্থানে বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাদ আসর ছাতক পৌর শহর ও গোবিন্দগঞ্জ বাজারে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে এই কর্মসূচি পালন করা হয়। মিছিলগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
পৌর শহরে আয়োজিত মিছিলে নেতৃত্ব দেন সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম আল মাদানী নিজেই। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সুনামগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য শাহ আলম, ছাতক পৌর আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, উপজেলা সেক্রেটারি হাফেজ জাকির হোসেন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল, পৌর জামায়াতের সেক্রেটারি ডাক্তার হেলাল উদ্দিন এবং ছাত্রশিবির নেতা আফজাল হোসাইন ও তাজুল ইসলাম প্রমুখ।
একই সময়ে গোবিন্দগঞ্জ বাজারে জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদারের নেতৃত্বে আরেকটি মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাক্তার আবদুল কুদ্দুছ, ছাতক উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুল আউয়ালসহ জামায়াত-শিবিরের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকরা।
মিছিল পরবর্তী পথসভায় বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাতক ও দোয়ারাবাজারের মানুষ রাজনৈতিক পরিবর্তন চায়। এই পরিবর্তনের সারথি হিসেবে এবং এলাকার সার্বিক উন্নয়নে অধ্যক্ষ আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম আল মাদানীর বিকল্প নেই।
বক্তারা আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য সর্বস্তরের ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এদিন পুরো এলাকায় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সমাবেশ থেকে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করারও দাবি জানানো হয়।
শেয়ার করুন



