নারায়ণগঞ্জ-৩ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

বাংলাদেশ

১০-দলীয় জোটের প্রার্থীকে সমর্থন দিয়ে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে জামায়াতের ইসলামীর ড. ইকবাল হোসেন ভুঁইয়া প্রার্থিতা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গত রোববার (২৫ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন তিনি।

নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াতের ১০-দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের শাহজাহান শিবলী। আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করতে না পারায় জোটের মধ্যে টানাপড়েনের পরে সংবাদ সম্মেলন করলেন জামায়াতের এই প্রার্থী।

সংবাদ সম্মেলনে ড. ইকবাল হোসেন ভুঁইয়া বলেন, বোন অসুস্থ হওয়ার কারণে মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে নির্ধারিত সময়ের পরে আবেদন গ্রহণ করেনি নির্বাচন কমিশন। তাই আজ (রোববার) আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। সেইসঙ্গে ১০-দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।

এসময় আরও উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, জেলা জামায়াতের আমীর মমিনুল হক সরকার, সেক্রেটারি হাফিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মোল্লা, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *