
দীর্ঘ আইনি জটিলতা ও নাটকীয়তা শেষে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে প্রতীক বরাদ্দ পেয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। উচ্চ আদালতের নির্দেশনায় সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান।
শুরুতে এই আসনে সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়াকে দলীয় মনোনয়ন দিয়েছিল বিএনপি। তবে হলফনামায় দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করে। এর বিরুদ্ধে গফুর ভূঁইয়া হাইকোর্টে রিট করলেও গত ২২ জানুয়ারি তা খারিজ হয়ে যায়। ফলে গফুর ভূঁইয়ার নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ হয়ে যায়।
অন্যদিকে, মোবাশ্বের আলম ভূঁইয়া দলীয় প্রত্যয়নপত্র ছাড়াই শুরুতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, যা ঋণখেলাপির অভিযোগে বাতিল হয়েছিল। কিন্তু তিনি দমে না গিয়ে আইনি লড়াই চালিয়ে যান। ব্যাংক ঋণ পুনঃতফসিল ও গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিলের দিনই দলের মহাসচিবের স্বাক্ষর করা চূড়ান্ত প্রত্যয়নপত্র পাওয়ায় তার পথ সুগম হয়।
গত রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মোবাশ্বের আলমের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে তাকে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন। আজ সোমবার সেই আদেশের কপি হাতে পাওয়ার পর রিটার্নিং কর্মকর্তা তাকে ধানের শীষ প্রতীক বুঝিয়ে দেন। তার পক্ষে দলীয় নেতা-কর্মীরা প্রতীক সংগ্রহ করেন।
রিটানিং কর্মকর্তা মু. রেজা হাসান কুমিল্লা-১০ আসনের বিএনপির প্রার্থী হিসেবে মোবাশ্বের আলম ভূঁইয়াকে প্রতীক বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী মোবাশ্বের আলম ভূঁইয়াকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
শেয়ার করুন
