ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়েছে।
সভায় বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় কেউ মোবাইল কিংবা ইলেক্টনিক্স ডিভাইজ নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে না, আসন্ন দূর্গাপূজা সুষ্ঠ-সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনিক নিরাপত্তার পাশাপাশি সবকটি মন্ডপকে সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ গ্রহন, চাউলধনী হাওরে লিজ গ্রহিতাদের মাছ আহরণ নিয়ে চলমান বিরোধ নিরসনে দ্রুত উদ্যোগ গ্রহন করার ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জ্ঞাপন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর হোসেন, বিশ্বনাথ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়া, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা,
বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, কামাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর।
এসময় সভায় উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, দৌলতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর উদ্দিন মেম্বার, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমীন আজাদ মেম্বার, বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুমান আহমদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, আনসার ও ভিডিপি কর্মকর্তা আমির হোসেন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসের এজিএম আলাউল হক সরকার প্রমুখ।
শেয়ার করুন