এমসি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন পান্না রানী রায়। পান্না রানী রায় কে এমসি কলেজের অধ্যক্ষ ঘোষনা করে আজ সকালে পরিপত্র জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
এর আগে তিনি একই কলেজের উপাধ্যক্ষ্যের দায়িত্বে ছিলেন।
পান্না রানী রায় সিলেট অগ্রগামী স্কুল থেকে মাধ্যমিক এবং সিলেট সরকারি মহিলা কলেজ থেকে
উচ্ছ-মাধ্যমিক পাশ করেন এর পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে অনার্স -মাস্টার্স পাশ করে ১৪ তম বিসিএস এ শিক্ষা ক্যাডারে উত্তির্ণ হন।
পান্না রানী রায়ের বাড়ি সিলেট শহরের লালদিঘির পাড় এলাকায়। দুই সন্তানের মা পান্না রানীর প্রথম ছেলে ডাক্তার এবং দ্বিতীয় ছেলে মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা।
শেয়ার করুন