স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
আজ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত যশোর জেলা শিল্প একাডেমির ত্রিবার্ষিক নির্বাচনের জন্য নিরবিচ্ছিন্ন ভোট গ্রহন চলে। ভোট গননা শেষে নির্বাচন কমিশন রনজিৎ কুমার দাশ সন্ধ্যা পৌনে সাতটায় ভোটের ফলাফল ঘোষণা করেন। ফলাফলে দেখা যায় লাল সবুজ পরিষদ প্যানেলের নিকট রংধনু পরিষদ প্যানেলের সকলেই ব্যাপক ভোটে পরাজিত হয়েছেন ।
লাল সবুজ পরিষদের সহ-সভাপতি হিসাবে ফারাজী আহম্মদ সাঈদ বুলবুল ও সাজ্জাদু রহমান খান বিপ্লব,
সাধারন সম্পাদক হিসাবে এ্যাডঃ মাহমুদ হাসান বুলু চতুর্থ বারের মতো নির্বাচিত হলেন। সহ-সাধারন সম্পাদক হিসাবে অনুপন দাস ও চঞ্চল সরকার এবং সদস্য হিসাবে বাসুদেব বিশ্বাস,শহিদুল হক বাদল, আতিকুজ্জামান চাকলাদার রনি,বিজয়ী হয়েছেন।
বিজয়ের পর সাধারন সম্পাদক এ্যাডঃ মাহমুদ হাসান বুলু তার অনুভূতি প্রকাশ করতে যেয়ে বলেন,শিল্পকলার ভোটাররা সততা ও স্বচ্ছতার পক্ষে তাদের রায় ঘোষণা করে প্রমান করেছেন যশোরের সাংস্কৃতিক আন্দোলন অসাম্প্রদায়িক ও স্বাধীনতার চেতনার পক্ষে এগিয়ে যাবে। বিপক্ষে যারা এই নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেছেন তাদের প্রধান অংশ আমাদের সহযাত্রী, আমরা তাদেরকেও অভিনন্দন জানাই।কারণ তারা নির্বাচনে অংশ নিয়ে গনতান্ত্রিক ব্যাবস্থাকে চালু রাখতে সহযোগীতা করেছেন।