নুরুলকে অধিনায়ক করে আমিরাত সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা

খেলাধুলা

মেঘ না চাইতেই বৃষ্টি’ এই প্রবাদটা যেন এখানেই সফল। যদিও পেছনেও মেঘ আর বৃষ্টিই কারণ। কেন বলছি এমন? তবে শুনুন উত্তর। বিশ্বকাপের প্রস্তুতি নিতে ক্যাম্প হবার কথা ছিলো মিরপুরে। কিন্তু নিয়মিত বৃষ্টির ফলে, চিন্তার ভাঁজ পড়ে বিসিবি কর্তাদের কপালে। তাই বিকল্প ভেন্যু খুঁজতে থাকে ক্রিকেট বোর্ড, অনুশীলনের সুবিধা পেতে। দারস্থ হয় সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের।

আরব আমিরাত ক্রিকেট বোর্ড দিয়ে বসে আরেক প্রস্তাব। টি-টোয়েন্টি সিরিজই খেলতে চায় তারা বাংলাদেশের বিপক্ষে। এমন প্রস্তাব যেন বিসিবি’র সোনায় সোহাগা। প্রথমত, ম্যাচ অনুশীলনের সুযোগ হচ্ছে, সাথে আরব আমিরাত ক্রিকেট বোর্ড সিরিজ আয়োজন করায়, সমস্ত খরচও তাদেরই বহন করতে হবে। ফলে, ‘মেঘ না চাইতেই বৃষ্টি’ বলা তো যায়ই তাকে। আসন্ন ওই সিরিজকে সামনে রেখে বুধবার ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

প্রায় দুই যুগ পর ফুটবলের ডামাডোলে ক্রিকেট যেন পড়ে গেছে আড়ালে। আগামীকাল ওই দল আরব আমিরাতে যাবে, তাও এখনো জানে না অনেকে। অথচ অন্য সময় হলে, দল কি হবে বা কিভাবে সাজানো হবে, তা নিয়ে ব্যস্ত হয়ে যেত সবাই। যাহোক, আগামীকাল বিকেলের এক ফ্লাইটে আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ দল। সিরিজে খেলবেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।

সাকিবের অনুপস্থিতিতে অধিনায়কত্ব উঠেছে নুরুল হাসান সোহানের কাঁধে। সাকিবকে ছাড়া পুরো বিশ্বকাপ দলটাই যাবে আরব আমিরাতে। বিশ্বকাপে বিকল্প থাকাদের থেকে দলে যুক্ত হয়েছেন সৌম্য সরকার, শরিফুল ইসলাম ও রিশাদ হোসাইন। তবে নাম নেই শেখ মেহেদীর। শোনা যাচ্ছে পারিবারিক সমস্যার কারণে নিজেই নাম সরিয়ে নিয়েছেন এই তরুণ অলরাউন্ডার। আর এখনো ওমরাহ থেকে ফেরেননি তিনি।

আগামী ২৫ ও ২৭ তারিখ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে ম্যাচ দুটো। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। ২৮ তারিখে দেশে ফিরে আসবে বাংলাদেশ দল।

এক নজরে পুরো দল
নুরুল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *