সুনামগঞ্জের জামালগঞ্জের সুরমা নদীতে বালি বহনকারী নৌকার সঙ্গে বাল্কহেড নৌকার সংঘর্ষে তিনজন মাঝি নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার রাতে জামালগঞ্জ থেকে গজারিয়াগামী একটি বালিবোঝাই নৌকার সঙ্গে বাল্কহেড নৌকার সংঘর্ষ হয়। এতে বালি বোঝাই নৌকাটি সুরমা নদীতে ডুবে যায়।
নৌকায় থাকা ৬ জন মাঝির মধ্যে ৩ জন সাঁতার কেটে তীরে ওঠতে পারলেও অপর তিনজন নিখোঁজ রয়েছেন।
নিখোঁজরা হলেন জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের সেরমস্তপুর গ্রামের রমজান মিয়ার পুত্র টুনাই মিয়া (৫০), কামাল মিয়ার ছেলে হেলাল মিয়া (২২) এবং দিরাই উপজেলার মুরাদপুর গ্রামের এনাম মিয়া (২০)।
জামালগঞ্জ উপজেলার লালপুর নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, রাতের বেলায় বালিবোঝাই ও খালি নৌকার মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় বালিবোঝাই নৌকার তিনজন মাঝি সাঁতার কেটে তীরে ওঠতে পারলেও অপর তিনজন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় বাল্কহেড নৌকার চারজন মাঝিকে আটক করে জামালগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করুন