সিলেটের ফেঞ্চুগঞ্জে একই রাতে ১০ টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র নগদ অর্থ ছাড়া এসব দোকান থেকে অন্য কোন মালামাল নেয়নি। গত বৃহস্পতিবার গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে।
ব্যবসায়ীরা জানান, ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজারের আয়েশা ফার্মেসীর তালা ভেঙ্গে নগদ ৭ হাজার টাকা, পার্শ্ববর্তী পপুলার ফার্মেসীর তালা ভেঙ্গে নগদ ৫ হাজার টাকা, বাজারের ইসা পেইন্ট এন্ড হার্ডওয়ারের দোকানের তালা ভেঙ্গে নগদ অর্থ নিয়ে যায়। একই কায়দায় বাজারের আওতাভুক্ত ওসমানী সড়ক, ফেঞ্চুগঞ্জ ফেরীঘাটের কয়েকটি দোকান গৃহে একই রাতে তালা ভেঙ্গে নগদ অর্থ নিয়ে চোরচক্রটি পালিয়ে যায়।
ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাহমুদ জুয়েল জানান, বাজার ও কিছু এলাকায় নৈশ প্রহরীরা চোর চক্রটিকে চুরির ঘটনার সময় ধরতে ধাওয়া করলেও শেষ পর্যন্ত ধরতে পারেননি। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একই রাতে অনেক দোকানে চুরির ঘটনায় ব্যবসায়ীরা শংকিত। চুরির ঘটনায় ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ জরুরী সভা করে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
শেয়ার করুন