সিলেটে ভুয়া ব্যাংক স্ট্যাটমেন্ট-সার্টিফিকেট তৈরি : এডুকেশন কেয়ার’র পরিচালক আটক

সিলেট

নিউজ ডেস্ক- ব্যাংক স্টেটমেন্ট ও সার্টিফিকেটসহ বিভিন্ন ভু’য়া ডকুমেন্ট তৈরি করে শিক্ষার্থীদের যু’ক্তরাষ্ট্র পাঠানোর নামে প্রতারণার অ’ভিযোগে সিলেটে একজনকে গ্রে’প্তার করেছে পু’লিশ। আ’মেরিকান দূতাবাসের দায়ের করা মা’মলার ভিত্তিতে আব্দুল্লাহ আল নোমান (৩৬) নামের ওই যুবককে গ্রে’প্তার করা হয়েছে।

নোমান সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজে’লার রাজনপুর গ্রামের আব্দুস সাত্তারের ছে’লে ও সিলেট মহানগরীর জে’ল রোড পয়েন্টস্থ সিলকো টাওয়ারের ‘এডুকেশন কেয়ার’ নামক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং পরিচালক।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তার প্রতিষ্ঠান ‘এডুকেশন কেয়ার’ থেকে তাকে গ্রে’প্তার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পু’লিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম জানান, যু’ক্তরাষ্ট্রে পাঠানোর নামে ওই ‘এডুকেশন কেয়ার’ বিভিন্ন জাল কাগজ, ব্যাংক স্ট্যাটমেন্ট, সার্টিফিকেট তৈরি করে ভিসা প্রসেসিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে। প্রতারণার শিকার শিক্ষার্থীরা ভিসার আবেদন করে সাক্ষাৎকারের জন্য গেলে বিষয়টি যু’ক্তরাষ্ট্র দূতাবাসের নজরে আসে এবং দূতাবাসের দুই কর্মক’র্তা সিলেট কোতোয়ালি থা’নায় হাজির মা’মলা দায়ের করেন। প্রাথমিক ত’দন্ত শেষে অ’ভিযোগের সত্যতা পাওয়ায় ‘এডুকেশন কেয়ার’র কর্ণধার নোমানকে আজ গ্রে’প্তার করা হয়।

আজবাহার আলী শেখ আরও জানান- প্রায় ১৬ জন শিক্ষার্থীদের সঙ্গে এমন প্রতারণা করেছে ‘এডুকেশন কেয়ার’। ত’দন্তের স্বার্থে প্রতিষ্ঠানটি বন্ধ রেখেছে পু’লিশ। গ্রে’প্তারকৃত নোমানের বি’রুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *