শাবি প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি নাজমুল, সম্পাদক মাসুদ

সিলেট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র ১৮তম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে দৈনিক শ্যামল সিলেট ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক দেশ রুপান্তর প্রতিনিধি আবদুল্লা আল মাসুদ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর ২টায় শাবি প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম।

কমিটির অন্যান্য সদস্য হলেন সহ-সভাপতি রাশেদুল হাসান (ডেইলি ক্যাম্পাস), যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রুদ্র (দৈনিক কালের কন্ঠ), কোষাধ্যক্ষ হাসান নাঈম (বাংলা নিউজটুয়েন্টিফোর.কম), দপ্তর সম্পাদক জুবায়েদুল হক রবিন (ঢাকা পোস্ট)।

এছাড়া কার্যকরী সদস্য-১ হিসেবে তানভীর হাসান (নতুন সিলেট), কার্যকরী সদস্য -২ হিসাবে শাদমান শাবাব (দৈনিক কাজির বাজার) এবং কার্যকরী সদস্য-৩ আদনান হৃদয় (দৈনিক অধিকার) নির্বাচিত হয়েছেন।

এর আগে দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এছাড়া নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক আসিফ মোহাম্মদ সামির এবং সহকারী অধ্যাপক মো. রিয়াদুল ইসলাম।

ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক আমিনা পারভীন, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. জায়েদা শারমিন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মস্তাবুর রহমান, প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল, সদ্য বিদায়ী কমিটির সভাপতি জুবায়ের মাহমুদ, সাধারণ সম্পাদক মাসুদ আল রাজী ও যুগ্ম সম্পাদক জিএম ইমরান হোসেন

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম বলেন, ‘সুষ্ঠু, সুন্দর ও অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য শাবি প্রেসক্লাবের সদস্যদের ধন্যবাদ জানান তিনি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *