রাজধানীর কামরাঙ্গীরচর থেকে ফজল নামে এক ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে ভান্ডারী মোড় ভাড়া বাড়ি থেকে ভিক্ষুকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
স্থনীয়রা জানায়, গত বছরের অক্টোবর মাসে দ্বিতীয় পক্ষের স্ত্রী আর দুই মেয়েকে নিয়ে ঘর ভাড়া করেন তিনি। গত মঙ্গলবারের পর থেকে তার পরিবারের কাউকে আর এ বাসায় দেখা যায়নি।
শুক্রবার রাতে হঠাৎ ঘর থেকে গন্ধ পাওয়া গেলে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা। পুলিশ এসে দরজা ভেঙে ফজলের অর্ধগলিত দেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শেয়ার করুন