লাখাইয়ে বুল্লা ব্রীজ এর উদ্ভোধন

হবিগঞ্জ

এম ইয়াকুব হাসান অন্তর।
হবিগনজ প্রতিনিধিঃ

লাখাইয়ে নাসিরনগর – সরাইল – লাখাই – হবিগন্জ আঞ্চলিক মহাসড়কের বুল্লাবাজার সংলগ্ন আর-২২০ ” বুল্লা ব্রীজ” এর আনুষ্টানিক উদ্ভোধন করা হয়েছে।শনিবার (১ অক্টোবর /২২) দুপুরবেলা এ ব্রীজটির আনুষ্ঠানিক শুভ উদ্ভোধন করেন হবিগন্জ – লাখাই – শায়েস্তাগন্জ এর সংসদসদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ,উপজেলা নির্বাহী অফিসার( ইউ,এন,ও) মোঃ শরীফ উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম,থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোহাম্মদ নুনু মিয়া,বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ,উপজেলা আওয়ামীলীগ এর সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মাসুকুর রহমান মাসুক,বুল্লাবাজার ব্যকস এর সভাপতি আশিক আহম্মেদ রাজিব সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *